এই মৌসুমে এখনো পর্যন্ত ২৭ ম্যাচে ১৫ গোল করেছেন। এখন জাতীয় দলে কেমন করেন সেটি দেখার। ২৫ মার্চ প্রাক বিশ্বকাপে জর্জিয়ার বিপক্ষে যদি মাঠে নামেন ইব্রা, তবে তিনিই হবেন সুইডেনের সবচেয়ে বয়স্ক ফুটবলার। সুইডেনের হয়ে ১১২ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬২ গোল করেছেন ইব্রা। ২০১৬ সালে ইউরো কাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল সুইডেন। তার পরই জাতীয় দল থেকে সরে যান তিনি।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার ইচ্ছে জানিয়েছিলেন তিনি। কিন্তু তাকে নিতে চাননি তখনকার কোচ। যে কারণে প্রায় পাঁচ বছর লাগল তার ফিরতে। ইব্রার ফেরা মানে ইউরো কাপে খেলার সম্ভাবনাও বাড়ল। চলতি বছরের ইউরো কাপে স্পেন, পোল্যান্ড, স্লোভাকিয়ার সঙ্গে একই গ্রুপে আছে সুইডেন।