অনলাইন ডেস্ক, ১৭ মার্চ।। প্রিয় খেলোয়াড়দের ভিডিও পেতে বার্সেলোনা ট্রেনিং ক্যাম্পের সামনে ভক্তদের ভিড় এখন নিয়মিত দৃশ্য। যা নিয়ে দিন দুয়েক আগে বিরক্তি প্রকাশ করেছিলেন লিওনেল মেসি। এবার আঁতোয়ান গ্রিজমানও সেই দলে যোগ দিলেন।
ট্রেনিংয়ের জন্য বার্সা খেলোয়াড়রা যখন মাঠে আসছেন বা ট্রেনিং শেষ করে যাচ্ছেন, তখন ভিডিও গ্রাফারদের কবলে পড়তে হচ্ছে।
এই দলের বড় অংশ আবার শিশু ভক্ত। কিন্তু প্রতিদিন এভাবে ভিডিও ধারণ ভালো লাগছে না মেসি-গ্রিজমানদের। এমন-কি গ্রিজমানের মতো ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অভিব্যক্তিতেও ফুটে উঠেছে বিরক্তি।
এদিকে হাসিমুখে ভক্তদের ছবি তোলার আদবার মেটাতে দেখা গেছে গ্রিজমানকে। কিন্তু ভিডিও ধারণকারীদের সঙ্গে রাগান্বিত চেহারায় দেখা গেছে তাকে।