আগরতলা পুর নিগম এলাকয় করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মার্চ।। ১ মার্চ গোটা দেশের সঙ্গে রাজ্যেও সাধারণ মানুষের উপর কোভিড ১৯ টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে৷ ৬০ বছর বা ৬০ বছরের ঊধের্ব কোন ব্যক্তি অথবা ৪৫ বছর বয়স থেকে ৫৯ বছর বয়সের কোন নাগরিকের যদি কোনো নির্দিষ্ট রোগে আক্রান্ত হয়ে থাকে তাদের কোভিড টিকার আওতায় আনা হয়েছে৷

একই সঙ্গে কো-উইন পোর্টালে নিবন্ধীকৃত সে সব স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মী এবং প্রথম সারির কর্মীরা যারা করোনা প্রথম ডোজ নিয়েছেন তাদের এ পর্যায়ে টিকা দেওয়া হচ্ছে৷ তৃতীয় দফায় টিকাকরণ এক্ষেত্রে সাধারণ মানুষ কো-উইন ২.০ পোর্টালে অনলাইনে নাম রেজিস্ট্রি করতে পারবেন৷ এছাড়াও টিকাকরণের স্থানের নাম রেজিস্ট্রি করে টিকা নিতে পারবেন৷

সমস্ত সরকারি হাসপাতাল, আইএলএস হাসপাতাল এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে৷ একই ভাবে আগরতলা পুর নিগমের ৪৯টি ওয়ার্ডে টিকাকরণ শুরু হয়েছে৷ পুর ওয়ার্ডের হেলথ এন্ড ফিটনেস সেন্টারগুলোতে ভ্যাকসিন দেওয়া চলছে৷ ভ্যাকসিন নিয়ে সুবিধাভোগীরা জানান তারা সুস্থ আছেন৷

ওয়ার্ড ভিত্তিক নির্দিষ্ট স্থানগুলিতে  সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকার নিতে পারবেন ৪৫ ঊধর্ব নাগরিকেরা৷ সমস্ত ওয়ার্ডগুলিতে চলছে টিকাকরণ কর্মসূচি৷ সাব সেন্টার ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কোভিড টিকা প্রদান করা শুরু হয়েছে৷ প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন বেনিফিসিয়ারি এই টিকা নিচ্ছেন৷

লাগছে পরিচয় পত্র৷ কোভি শিল্ড ভ্যাকসিন প্রদান করা হচ্ছে বলে জানান এক স্বাস্থ্য কর্মী৷ ৪৫ থেকে ৪৯ বছর পর্যন্ত ব্যক্তিদের একটি ফর্ম ফিলাপ করতে হয়৷ ৬০ ঊধর্বদের তা লাগে না বলে জানান তিনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?