নিখোঁজ নাবালককে উদ্ধার করল চাইল্ডলাইন, খুশি ধর্মনগরবাসী

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৬ মার্চ।। ধর্মনগর চাইল্ডলাইনের তৎপরতায় এক নাবালককে উদ্ধারের ঘটনায় এলাকাবাসী খুশি৷ জানা গেছে, গত ৭/২/২০২১ তারিখে ছেলেটি বাড়ি থেকে নিখোঁজ হয়৷ অনেক খোঁজাখুঁজি করে ছেলেটিকে না পেয়ে তার বাবা সত্যেন্দ্র নমঃ কদমতলা থানায় একটি মিসিং ডায়েরি করেন এবং ধর্মনগর চাইল্ডলাইন কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন৷

সমরজিৎ নমঃ এর বাড়ি ধর্মনগর মহকুমার ইচাইলাল ছড়া এলাকায়৷ বাবা সত্যেন্দ্র নমঃ ও মা ভানুমতি নমঃ৷ জানা যায়, কদমতলা থানায় মিসিং কেইস নং ১৩/২১/৩৬৩ আই পি সি৷ মিসিং কেইস করা হয় ১৩/০২/২০২১ তারিখে৷

তারপর চাইল্ডলাইন ধর্মনগর বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এবং চাইল্ডলাইন নেটওয়ার্কে বিষয়টি প্রচার করে৷ কিছুদিন পর রেলওয়ে চাইল্ডলাইন শিয়ালদার তৎপরতায় এক কর্মী শিয়ালদাতে ঐ ছেলেটিকে শনাক্ত করতে পেরে সঙ্গে সঙ্গে শিয়ালদা রেলওয়ে পুলিশের সহযোগিতায় ছেলেটিকে উদ্ধার করে৷ চাইল্ডলাইনকে খবর দেওয়া হয়৷

ধর্মনগর চাইলল্ডলাইন কর্তৃপক্ষ ধর্মনগর রেলওয়ে পুলিশের সহযোগিতায় কলকাতা সি ডব্লি সি এর আদেশ অনুসারে, গত ১৫ মার্চ শিয়ালদা চাইল্ডলাইন এর কর্মী প্রকাশ মণ্ডল আগরতলাতে ছেলেটিকে ধর্মনগর চাইল্ডলাইন কর্মী সুখেন্দু দেব এবং কো-অর্ডিনেটর বিপ্লব নাথের হাতে তুলে দেয়৷

তার কিছুক্ষণের মধ্যেই ধর্মনগর চাইল্ডলাইন উত্তর ত্রিপুরা সি ডব্লিও সি এর আদেশ অনুসারে ধর্মনগর আর পি এফ এর উপস্থিতিতে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেয়৷ চাইল্ডলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পরীক্ষা নিরীক্ষায় প্রমানিত হয় যে, শিশুটি মানসিক রোগী৷

এর আগেও এই শিশুটিকে আরো কয়েকবার চাইল্ডলাইন ধর্মনগর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে বাবা-মা এর হাতে তুলে দেয়৷ চাইল্ডলাইন কর্তৃপক্ষের তৎপরতায় ছেলেকে ফিরে পেয়ে মায়ের কোল ভরাটের ঘটনায় এলাকার সবাই খুশি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?