বাটলারে ম্লান কোহলি

অনলাইন ডেস্ক, ১৬ মার্চ।। চাপের মুখে দারুণ এক ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছিলেন বিরাট কোহলি। তবে ভারত অধিনায়কের ইনিংসকে ম্লান করে ইংল্যান্ডকে ৮ উইকেটের দারুণ এক জয় এনে দিলেন জস বাটলার।
সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল ইংলিশরা। মঙ্গলবার আহমেদাবাদে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।

২৪ রানে ৩ উইকেট হারানো ভারত একপর্যায়ে ৮৬ রানে হারায় পঞ্চম উইকেট।সেখান থেকে কোহলির ৪৬ বলে অপরাজিত ৭৭ রানে ভার করে ৬ উইকেটে ১৫৬ রানের পুঁজি গড়ে দলটি। কোহলি ইনিংসে ৮ চারের সঙ্গে ছিল ৪টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন রিশভ পন্ত। ইংল্যান্ডের পক্ষে মার্ক উড সর্বাধিক ৩ উইকেট নেন। ক্রিস জর্ডান নিয়েছেন ২ উইকেট। ১৫৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডকে পথ দেখান বাটলার।

৫২ বলে ৮৩ রানে অপরাজিত ইনিংস খেললেন তিনি। ৫ চারের সঙ্গে হাঁকান ৪ ছক্কা। এ ছাড়া জনি বেয়ারস্টো ২৮ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। সুবাদে ১৮.২ ওভারে মাত্র ২ উইকেট খরচায় লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। ম্যাচসেরা হয়েছেন বাটলার। একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি বৃহস্পতিবার।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?