স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মার্চ।।ব্যাঙ্ক বেসরকারিকরণ করার সিদ্ধান্তের প্রতিবাদে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট শুরু হয় সোমবার৷ মঙ্গলবার ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল৷
শহরের ব্যাঙ্কগুলির সামনে এদিনও কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়৷ আওয়াজ তুলে সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে৷ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের রাজ্য কমিটির পক্ষ থেকে দাবি তোলা হয় অবিলম্বে সরকারের বেসরকারিণকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করার৷
নয়তো সরকারি বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন বিস্তার লাভ করবে বলে জানান কর্মীরা৷ কারণ, একগুঁয়েমি মনোভাব দেশের কৃষি, শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বিকাশে ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা দেশের ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মচারীর৷