স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৬ মার্চ।। জোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষ্যে মণ্ডল ভিত্তিক সমাবেশ করে সাফল্যের খতিয়ান তুলে ধরছে শাসক দল বিজেপি৷ এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকালে বিজেপি’র বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগে স্থানীয় মোটর স্ট্যান্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সমাবেশ৷
সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, চাঁদাবাজি, কমিশন বাণিজ্য বন্ধ করতে পেরেছে সরকার৷ সাধারণ গরিব মানুষকে সরকারি সহযোগিতার জন্য বছরের পর বছর মিছিলে হাঁটতে হয় না৷
কেন্দ্র এবং রাজ্য সরকার ত্রিপুরাকে মডেল রাজ্য করার জন্য কাজ করছে৷ এরজন্য কাউকে মিছিল-মিটিং করতে হচ্ছে না৷ তিনি বলেন, তিন বছরে অনেক প্রতিশ্রুতি পূরণ হয়েছে৷ এমনকি প্রতিশ্রুতির বাইরে গিয়েও অনেক কাজ হয়েছে৷
এছাড়া নির্বাচনের পূর্বে দেওয়া ভিশন ডকুমেন্ট এর সমস্ত প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণ করা হবে বলে তিনি আশ্বাস দেন৷ বিজেপি’র প্রদেশ সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সন্ত্রাসের রাজত্ব শেষ হয়েছে৷ ত্রিপুরায় সরকার পরিবর্তনের পর কোন রাজনৈতিক খুন হয়নি৷
অথচ বামেদের ২৫ বছরে বিরোধী দলের কর্মী নেতা এমনকি বিধায়ক পর্যন্ত খুন হয়েছে৷ এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মণ্ডল সভাপতি সুশান্ত দেব, রাজ্য কমিটির সদস্য সাধন দেবনাথ প্রমুখ৷ অন্যদিকে, চড়িলাম মণ্ডল কমিটির উদ্যোগে সুতারমুড়া বাজারে অনুষ্ঠিত হয় সমাবেশ৷
https://www.facebook.com/pratimabhoumikbjp/videos/349154286452811/
তিন বছরে সরকারের সাফল্য তুলে ধরে জনসম্পর্ক করার লক্ষ্যেই এই সমাবেশ হয়৷ প্রধান বক্তা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, সিপিএম জাতি-উপজাতি, হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদের রাজনীতি করেছে৷
তারাই প্রচার করতেন নির্বাচনের আগে বিজেপি ক্ষমতায় এলে নাকি সংখ্যালঘুদের ক্ষতি হবে৷ অথচ বিজেপি সরকার প্রতিষ্ঠার পর চড়িলাম-এ প্রথম মুসলমানদের জন্য ঈদগা মাঠ তৈরি করা হয়৷ তিনি আরো বলেন, সরকার জনজাতিদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় কাজ করছে৷