অনলাইন ডেস্ক, ১৬ মার্চ।। কিছুদিন ধরে মোবাইল ফোন ব্যবহার করছেন না আমির খান। আর ১৪ মার্চ ৫৬তম জন্মদিন উদ্যাপনের একদিন পর সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন। অভিনেতার হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক হয়েছে ভক্তরা। সোমবার, সোশ্যাল মিডিয়ায় আমির লেখেন, “বন্ধুরা আমার জন্মদিনে এত ভালোবাসা, শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। আমার হৃদয় পরিপূর্ণ।
তার সঙ্গে আপনাদের জানাই এটাই আমার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট।” আরও বলেন, “আপনারা তো জানেনই আমি সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয়। তাই আমি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” সঙ্গে নতুন একটি ঘোষণাও দেন। আমির জানান, তার প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে আগামী দিনে তার সিনেমা সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে। এ ছাড়া ইউটিউবে খুলতে যাচ্ছেন নতুন চ্যানেল।
তারকা হওয়া সত্ত্বেও অতিরিক্ত ক্যামেরার ঝলকানি থেকে দূরেই থাকতেন ‘মিস্টার পারফেকশনিস্ট’-খ্যাত আমির খান। সোশ্যাল মিডিয়াতেও বিশেষ পোস্ট দিতে দেখা যেত না তাকে। এবার মোবাইলের পর ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে বিদায় নিলেন আমির। বর্তমানে হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির খান। এ ছবি মুক্তি পাবে বছর শেষে। এ ছাড়া গুলশান কুমারের বায়োপিক ও স্প্যানিশ সিনেমার রিমেকে কাজ করার কথা রয়েছে এ অভিনেতার।