স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ মার্চ।। রাজধানী আগরতলা শহর এলাকার ধলেশ্বরের কলেজ পড়ুয়া ছাত্রীর কুরুচিপূর্ণ ছবি ফেইসবুকে ভাইরাল করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷
মামলাটি মহিলা থানার পুলিশ রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেলে পাঠিয়েছে৷ অভিযুক্তের নাম দীপক মণ্ডল৷ তবে তার ঠিকানা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ৷
জানা গেছে, ফেইসবুকে পরিচয় সূত্রে কলেজ পড়ুয়ার সঙ্গে কথা হতো লোকটির৷ আচমকা কলেজ পড়ুয়া ছাত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷