দিয়েছেন রহস্যময় উত্তর। রোনালদো রিয়ালে ফিরতে পারেন, এই বিষয়টি প্রথম সামনে আসে স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোতে। যেখানে বিখ্যাত সাংবাদিক ইয়োসেপ পেদ্রেরোল বলেন, রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেস রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা বলছেন। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েছিলেন জিদান। স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নে চুপ থাকেননি জিদান। বলেন, ‘এটা হতে পারে।
আমরা তাকে চিনি এবং তাকে কোচিং করানোর সৌভাগ্য আমার হয়েছে।’ এর সঙ্গে জিদান যোগ করেন, ‘সে দুর্দান্ত একজন ফরোয়ার্ড। ভবিষ্যতে কি ঘটবে তা অবশ্যই আমরা দেখব। সে এখন জুভেন্তাসের খেলোয়াড়।’রোনালদো স্প্যানিশ ক্লাব রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার। ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল তার। সেই সঙ্গে সতীর্থের গোলে সহায়তা করেছেন ১৩২ বার।