বিরতির আগেই যিনি তুলে নেন হ্যাটট্রিক। কালিয়ারির পক্ষে একমাত্র গোলটি জিওভান্নি সিমেওনের। যেটি তিনি পেয়েছেন দ্বিতীয়ার্ধে। রোনালদো তার প্রথম গোলটি করেন ম্যাচের ১০ মিনিটে। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর দারুণ কর্নারে লাফিয়ে জোরালো হেডে দলকে এগিয়ে নেন। ২৫ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩২ মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক। পাল্টা আক্রমণে বাঁ থেকে ফেদেরিকো চিয়েসার পাস পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ তারকা।
জুভেন্তাসের জার্সিতে সিরি আ-তে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। আর ক্লাব ও জাতীয় দল মিলে এটি তার ৫৭তম হ্যাটট্রিক। ২৬ ম্যাচে ১৬ জয় ও সাত ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এসি মিলান। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। অন্যদিকে ২৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে কালিয়ারি।