ফরাসি ক্রীড়া বিষয়ক দৈনিক লেকিপের খবর, এ সময় দুজনেরই পরিবারের সকলকে জিম্মি করা হয়েছিল। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষও। লেকিপের তথ্যমতে, ডি মারিয়ার বাড়ি থেকে খোয়া যাওয়া ঘড়ি ও অলংকারের মূল্য কমপক্ষে পাঁচ লাখ ইউরো। ডি মারিয়া-মার্কিনিয়োসদের বিপদের দিনে জেতেনি তাদের দলও। ঘরের মাঠে ম্যাচটি ২-১ গোলে হেরে শিরোপার লড়াইয়ে ৩ পয়েন্টে পিছিয়ে পড়েছে পিএসজি। কোচ পচেত্তিনো বলেছেন, ‘আমরা সকলে আশঙ্কিত হয়ে পড়েছিলাম। এই বিষয়টা খেলার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
পিএসজি ফুটবলারদের বাড়িতে ডাকাতির ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও সার্জিও রিকো, থিয়াগো সিলভা, এরিক ম্যাক্সিম সুপো মোটিংদের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে। ডি মারিয়া ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়েও ২০১৫ সালে একবার তার বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছিল।