অনলাইন ডেস্ক, ১৫ মার্চ।। ফ্রান্সের শ্রমমন্ত্রী এলিজাবেথ বোর্ন রবিবার করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। কিছু উপসর্গ থাকলেও শরীর অতটা খারাপ নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি। ৫৯ বছর বয়সী এই মন্ত্রী টুইটারে লিখেছেন, দূরত্ব বজায় রেখে তিনি মন্ত্রিসভার কাজ চালিয়ে যাবেন। ‘কভিড-১৯ পজিটিভ হয়েছি আমি, দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে থাকব।’ গত বছর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন করোনায় আক্রান্ত হন।
পাশাপাশি দেশটির অর্থমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রীও নতুন রোগটিতে আক্রান্ত হন। ফ্রান্সে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। তবে ফ্রান্স সরকার দেশটিতে নতুন করে লকডাউন দেয়নি। কিছু এলাকায় স্থানীয় পর্যায়ে লকডাউন দেওয়া হয়েছে ও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে ফ্রান্সে এ পর্যন্ত ৪০ লাখ ৭১ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।
মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে । ইউরোপের আরো কয়েকটি দেশে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে লকডাউন আবার কড়া করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। বিশেষ করে যেসব এলাকায় এক লাখের মধ্যে ২৫০ জন বা তারও বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে, সেসব এলাকায় লকডাউন সবচেয়ে কড়াভাবে আরোপ করা হয়েছে।