বার্তা সংস্থা এএফপি জানায়, কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়েই চলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আলভোরাদা প্রেসিডেন্ট প্রাসাদে তার সমর্থকদের সঙ্গে এক বৈঠকে বোলসোনারো বলেন, ‘চিকিৎসক মার্সেলো কুইরোগাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার ব্যাপারে আজ বিকেলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘এ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে এক বা দুই সপ্তাহ সময় লাগতে পারে।
ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৪২ হাজারের বেশি করোনা সংক্রমিত হয়েছেন। একই সময় মারা গেছেন প্রায় ১৩শ’ জন। দেশটিতে মোট সংক্রমণ ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭৯ হাজার ৬০২ জন। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।