একরাশ ভালোবাসা নিয়ে আমাদের নতুন পথ চলা শুরু হল। আজকের দিনটা আমাদের খুবই আনন্দের দিন। আমরা আমাদের বিয়ের সংবাদ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।’ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে ছুটি নেন বুমরাহ। চতুর্থ টেস্টে ছিলেন না তিনি। তখন থেকেই গুঞ্জন বিয়ের কারণে ছুটি নিয়েছেন বুমরাহ। পরে সেই গুঞ্জনের সত্যতাও মিলে। বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও নেই। ওয়ানডে সিরিজে থাকার সম্ভাবনাও নেই বলা যায়। বেশ কয়েক বছর আগে বিসিসিআইয়ের এক অনুষ্ঠানে সঞ্জনা গণেশনের সঙ্গে পরিচয় হয় বুমরাহর।
এরপর প্রেমের সম্পর্ক শুরু। আইপিএল, ব্যাডমিন্টনসহ বেশ কিছু ক্রীড়া অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন সঞ্জনা। ২৮ বছর বয়সী কলকাতা নাইট রাইডার্সের ‘নাইটস ক্লাব’ নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানেরও উপস্থাপনা করেছেন। ২০১৪ মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন তিনি। তবে ২৭ বছর বয়সী বুমরাহ ও সঞ্জনা দুজনই প্রেমের ব্যাপারটা অনেক বছর গোপন রেখেছিলেন। এদিকে বুমরাহ ও সঞ্জনা নিজেদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই নবদম্পতির জন্য শুভেচ্ছাবার্তা আসতে থাকে।
বিরাট কোহলি থেকে ঋদ্ধিমান সাহা, চেতেশ্বর পুজারা থেকে ময়াঙ্ক আগরওয়াল, প্রত্যেকেই নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। কোহলি লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা। তোমাদের দু’জনকেই ঈশ্বর আশীর্বাদ করুক। ভালোবাসা রইল।’ পুজারার টুইট, ‘শুভেচ্ছা রইল জাসপ্রিত এবং সঞ্জনা। একসঙ্গে এই বিশেষ যাত্রা শুরু করার জন্য তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা থাকল।’ ঋদ্ধিমান লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা জাশপ্রিত এবং সঞ্জনা।’ যুবরাজ সিংহ লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা জাসপ্রিত এবং সঞ্জনা। সারা জীবন তোমরা সুখে থাকো, এই প্রার্থনা করি।’