গরুর মাংসে ‘টেস্ট অব ইন্ডিয়া’ লেখার পর ক্ষমা প্রার্থনা

অনলাইন ডেস্ক, ১৫ মার্চ।। ব্রিটেনে গরুর মাংসের প্যাকেটে ‘টেস্ট অব ইন্ডিয়া’ স্টিকার লাগিয়ে বিপদে পড়েছে জার্মান সুপারমার্কেট আলডি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জেরে প্রতিষ্ঠানটি ক্ষমাও চেয়েছে। খবর ডয়চে ভেলের। জার্মান ডিসকাউন্ট সুপারমার্কেট আলডির চেইনশপ রয়েছে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে। ব্রিটেনে আলডির চেইন শপগুলোতে ম্যাঙ্গো মাসালা স্টেক নামে গরুর মাংসের একটি পণ্যের মোড়কে ‘টেস্ট অব ইন্ডিয়া’ বা ‘ভারতীয় স্বাদ’ লেখা স্টিকার লাগানো হয়।

এতে ব্রিটেনে বসবাসরত অনেক ভারতীয় ক্ষুব্ধ হয়ে সামাজিক গণমাধ্যমে সমালোচনা করেন। কেউ লিখেছেন, গরুর মাংস কখনও ‘টেস্ট অব ইন্ডিয়া’ হতে পারে না। আবার কেউ মন্তব্য করেছেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। টুইটে অন্য এক ভারতীয় মন্তব্য করেছেন, ‘‘হিন্দু হিসেবে গরুকে আমি শ্রদ্ধা করি। আমার প্রিয় দোকান আলডিতে গরুর মাংসের মোড়কে টেস্ট অব ইন্ডিয়া দেখে আমি সত্যিই হতাশ এবং হতবাক।

’’ ‘টেস্ট অব ইন্ডিয়া’ স্টিকারটি তুলে নেওয়ার দাবি জানান অনেকে। আলডির মুখপাত্র এটিকে ভুল উল্লেখ করে এ জন্য ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে গরুর মাংসের প্যাকেটে এমন স্টিকার ব্যবহার করা হবে না বলেও জানিয়েছেন তিনি। ভারতে ২৯টি রাজ্যের মধ্যে ২০টি রাজ্যেই গরু হত্যা নিষিদ্ধ। ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত। সাম্প্রতিক বছরগুলোতে গরু বা গরুর মাংস বাহন ও নিছক সন্দেহে বশে গণপিটুনির শিকার হয়েছেন দেশটিতে বসবাসকারী অনেক মুসলমান। ঘটেছে মৃত্যুর ঘটনাও। এ সব ঘটনার পেছনে রয়েছে রাজনৈতিক ইন্ধন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?