অনলাইন ডেস্ক, ১৫ মার্চ।। মিনি ভিডিও পেতে শিশু ভক্তরা বার্সেলোনা খেলোয়াড়দের গাড়ির পাশে দৌড়ে আসছেন, ভিডিও করছেন। বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে শেষ কয়েক মাস ধরে দৃশ্যটা কমন। তবে ব্যাপারটা রুটিন হয়ে যাওয়ায় লিওনেল মেসি বিরক্তি লুকাতে পারলেন না। রবিবার এক ভিডিও ধারণকারীর সঙ্গে কথা বলতে দেখা যায় মেসিকে। মেসি তখন গাড়ির ড্রাইভিং সিটে ছিলেন। ভিডিও পেতে তার দুই পাশে জটলা তৈরি হয়ে যায়।
এ সময় মেসি এক জনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি সব সময় একই ভিডিও কেন চান? ’৩৩ বছর বয়সী তারকা বিরক্তি নিয়ে বলতে থাকেন, ‘তারা এরই মধ্যে অনেক ভিডিও নিয়েছে। আপনি প্রতিদিন এখনে সময় কাটাতে পারেন না।’ যাকে উদ্দেশ্য করে আর্জেন্টাইন তারকা এ কথা বলছিলেন, তার পক্ষ থেকে সাথে সাথে ক্ষমা চাওয়া হয়। লা লিগায় সোমবার রাতে হুয়েস্কার বিপক্ষে খেলবে বার্সেলোনা।