আবার বাবা হচ্ছেন হরভজন

অনলাইন ডেস্ক, ১৫ মার্চ।। অভিনেত্রী গীতা বাসরা ও তার ক্রিকেটার স্বামী হরভজন সিং ফের অভিভাবক হতে চলেছেন। খুব শিগগিরই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন গীতা। সামনের জুলাইতে দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা রবিবারই ঘোষণা দিয়েছেন গীতা। সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে এদিন নিজেই খুশির খবর শেয়ার করেছেন তিনি। ২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন সিং ও গীতা বাসরা।

তাদের এক কন্যাসন্তান রয়েছে। এদিন তাদের মেয়েকেই হাতে একটি বাচ্চাদের জামা নিয়ে নতুন অতিথি আসার কথা জানাতে দেখা গেছে। গত বছরই আইপিএল-এ চেন্নাই সুপারকিংসের সঙ্গে নিজের চুক্তি শেষ করেন হরভজন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে তাকে ২ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। হরভজন তার ক্যারিয়ারে ১৬০টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং তার অধীনে রয়েছে ১৫০টি উইকেটের শিরোপা।

২০১৬ সালে টি২০ ওয়ার্ল্ডকাপের সময় শেষ খেলতে দেখা গিয়েছিল হরভজনকে। তিনি টেস্ট খেলেছেন ১০৩টি। পাশাপাশি ওয়ানডে ২৩৬টি, ২৮টি টি২০। ২০০৭ সালে ও ২০১১ সালে টি২০ ওয়ার্ল্ডকাপের বিজয়ী দলেও ছিলেন তিনি। টেস্টে মোট ৪১৭টি উইকেট, ২৬৯টি ওয়ানডে উইকেট ও ২৫টি টি২০ উইকেট রয়েছে ভারতীয় এই স্পিনারের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?