খবর এএফপি’র। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘এই ১৩৮ জনের মধ্যে গতকাল নিহত ৩৮ জন অন্তর্ভুক্ত রয়েছে। এদের অধিকাংশ ইয়াঙ্গুনের হলাইং থায়ার এলাকায় নিহত হয়।’ এছাড়া গত শনিবার দেশটিতে সহিংসতায় ১৮ জন প্রাণ হারিয়েছে বলেও জানান তিনি। মিয়ানমারে ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের বন্দী করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ। এদিকে অভ্যুত্থান ও বিক্ষোভ দমনে সহিংসতা নিয়ে আন্তর্জাতিক চাপ থাকলেও মিয়ানমারের সেনারা তা বরাবরই অগ্রাহ্য করে যাচ্ছে।