অনলাইন ডেস্ক, ১৪ মার্চ।। নভেল করোনাভাইরাস প্রতিরোধে দুই ডোজ টিকা ব্যবহার করছে সব দেশ। কিছুদিন হলো তৃতীয় ডোজ নিয়ে আলোচনা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে তৃতীয় ডোজ বেশি কার্যকর হতে পারে। জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ইতিমধ্যে তৃতীয় ডোজের ট্রায়াল শুরু করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী উগুর শাহিন ব্লুমবার্গ পত্রিকাকে জানান, চাহিদা এবং অন্যান্য বিষয় বিবেচনায় এনে টিকা উৎপাদনের ক্ষমতা বাড়াতে পারে তার প্রতিষ্ঠান। এক্ষেত্রে টিকার আরো একটি ডোজের প্রয়োজন আছে কিনা তাও যাচাই করছে বায়োএনটেক।
বায়োএনটেক ও ফাইজার গতমাস থেকে করোনা টিকার তৃতীয় একটি ডোজের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যা ভাইরাসটির নতুন রূপগুলো প্রতিরোধে দরকার হতে পারে। প্রচলিত দুই ডোজ এ ক্ষেত্রে কার্যকর না হলে তৃতীয় ডোজ দেয়া হতে পারে। ‘আমরা এখন বুঝতে পারছি যে, বিবর্তনের কারণে ভাইরাসটির নতুন যেসব রূপ তৈরি হচ্ছে সেগুলোর জৈবিক ও চিকিৎসা সংক্রান্ত বৈশিষ্ট্য আলাদা,’ বলেন শাহিন। গত জানুয়ারি মাসে ফাইজার জানিয়েছিল চলতি বছরের শেষ নাগাদ ২০০ কোটি করোনা টিকা তৈরি করবে প্রতিষ্ঠানটি।