অনলাইন ডেস্ক, ১৪ মার্চ।। অধিকৃত জেরুজালেমে নিজেদের ইসরায়েল অ্যাম্বাসির শাখা খুলেছে চেক রিপাবলিক, যাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও আরব লিগ।আলজাজিরা জানায়, বৃহস্পতিবার জেরুজালেমে অ্যাম্বাসির শাখা খুলেছে প্রাগ। যার মূল কার্যালয় রয়েছে তেল আবিবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিজ। ‘ভ্যাকসিন কূটনীতি’র অংশ হিসেবে মাত্র দুই সপ্তাহ আগে দেশটিতে ৫ হাজার মডার্নার টিকা পাঠায় ইসরায়েল, যা পরে সমালোচনার মুখে পড়ে।
প্রাগের এ সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিবৃতিতে বলা হয়, জেরুজালেমে অফিস স্থাপন ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারের ওপর নির্লজ্জ আক্রমণ। আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।
কায়রো থেকে একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গীত। এক বিবৃতিতে জানান, প্রতিনিধিত্বমূলক দপ্তর খোলার মাধ্যমে জেরুজালেমের আইনি মর্যাদা আক্রান্ত হবে। আন্তর্জাতিক আইন অনুসারে পূর্ব জেরুজালেম একটি অধিকৃত এলাকা।
জেরুজালেম অফিসকে অ্যাম্বাসি নয় উল্লেখ করে চেক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব মজবুত হবে ও চেক নাগরিকদের জন্য পরিষেবা উন্নত করবে তারা। এটি ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কোনো প্রভাব ফেলবে না।
এ দিকে গত মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কসোভোর সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপিত হয়েছে ইসরায়েলের। ইউরোপের দেশটি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। ওই সময় ইহুদিবাদি রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী জানান, জেরুজালেমে অ্যাম্বাসি খুলতে কসোভোর আনুষ্ঠানিক প্রস্তাবে তারা অনুমোদন দিয়েছেন।