অনলাইন ডেস্ক, ১৪ মার্চ।। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে জুভেন্তাসকে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের হতাশ করে শেষ আট নিশ্চিত করেছে পোর্তো। এরপর থেকেই দলটির সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো সমালোচকদের রোষের মুখে পড়েছেন। যার বিপরীতে নীরবতা ভাঙলেন সিআর সেভেন।
ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন, ‘জীবনে পা হড়কানোর পর যত দ্রুত শক্তভাবে উঠে দাঁড়ানো গেল, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ…। সত্যিকারের চ্যাম্পিয়নরা কখনো ভেঙে পড়ে না। ’
জুভেন্তাসের পরের ম্যাচ সিরি আ-তে, কালিয়ারির বিপক্ষে। সেই ম্যাচ দিয়ে তুরিনের দলটি ঘুরে দাঁড়াবে বলে আশা রোনালদোর, ‘আমাদের পুরো মনযোগ এখন কালিয়ারি ম্যাচে। আমরা এখন সিরি ‘আ’, ইতালিয়ান কাপ আর এ মৌসুমে অন্য যা কিছু জিততে পারি, সেদিকেই মনযোগ দিচ্ছি। ’
জুভতের চ্যাম্পিয়ন্স লিগ অধ্যায় শেষ হয়ে যাওয়ায় রোনালদোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সমালোচনার মধ্য থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সে মন্ত্র তো রোনালদোর জানাই। তাই তো লিখেছেন, ‘এটা সত্যি যে অতীত জাদুঘরেই থাকে। কিন্তু সৌভাগ্যবশত ফুটবলের স্মৃতি রয়ে যায়… আমার ক্ষেত্রেও তাই।
ইতিহাস বাতিল করে দেওয়া যায় না… যারা এগুলো বোঝে না তারা কখনোই সাফল্য পেতে পারে না। ‘