স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৩ মার্চ।। অজগর সাপের ছোবলে গুরুতরভাবে জখম হলেন এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটে শনিবার সকালে বিশালগড় মহাকুমার গোপীনগর গ্রাম পঞ্চায়েতের সবর পাড়ায়৷
জানা যায় গাপীনগর ফরেস্ট অফিস সংলগ্ণ জঙ্গল পরিষ্কার করছিলেন স্থানীয় কয়েকজন৷ একটি সাপ শ্রমিকদের নজরে আসে৷ চিৎকার চেঁচামেচিতে আরো লোক জড়ো হয়ে যায়৷
সাপটিকে ধরার চেষ্টা করে কয়েকজন যুবক৷ তখন সাপটি ছোবল বসিয়ে দেয় এক যুবকের হাতে৷ সাপের ছোবলে হাতের শিরা কেটে যাওয়ার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়৷ সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷
কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইজিএম হাসপাতালে রেফার করা হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ৩ টি অজগর সাপ দেখেছেন ওই জঙ্গলে৷