পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৩ মার্চ।। ভোটের মুখে পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে দীর্ঘ তিন ঘন্টা আসাম আগরতলা জাতীয় সড়কের আঠারো মুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায় পথ অবরোধ করে রাখল এলাকায় গিরিবাসী অংশের জনগণ৷

ঘটনার বিবরণে জানা যায়, ৩৬ মাইল এলাকার গিরিবাসী অংশের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল তাদের বিদুৎ এবং পানীয় জলের সমস্যা নিরসন করে দেওয়ার জন্য৷ কিন্তু দপ্তর এই ব্যাপারে কোনো ভূমিকা নেয় নি৷ ফলে শনিবার সকাল থেকেই এলাকার মানুষজন ক্ষিপ্ত হয়ে আসাম-আগরতলা জাতীয় সড়ক প্রায় তিন ঘন্টা অর্থাৎ সকাল ছয়টা থেকে বেলা নয়টা পর্যন্ত অবরোধ করে রাখে৷

এতে অবরোধ স্থলের উভয় পাশে দুর্ভোগে পড়তে হয় ছোট-বড় যানচালক থেকে শুরু করে পণ্যবাহী গাড়িগুলিকে৷ তবে আশ্চর্যের বিষয় হলো মুঙ্গিয়াকামী থানার এস.আই রঞ্জিত দাস ডিউটি রত না থেকেও নিজের খাকি উর্দির গরম দেখাতে এবং নিজের ক্ষমতায় অপব্যবহার করতে মরিয়া হয়ে উঠে বলে অবরোধকারীদের অভিযোগ৷

এস.আই রঞ্জিত দাস ডিউটি অবস্থায় না থেকেও সাদা পোশাকে ঘটনাস্থলে যান এবং অবরোধকারীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন৷ শুরু হয় কথা কাটাকাটি৷ তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেন৷ অবরোধকারীদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ৷

পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুঙ্গিয়াকামি থানার ওসি দূর্বা জয় রিয়াং৷ তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন ঘটনাটি উধর্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন৷ উনার আশ্বাসের পরই পথ অবরোধ মুক্ত করে এলাকার জনগণ৷ উল্লেখ করা যায় যে, আঠারমুড়া প্রত্যন্ত এলাকায় জল বহিত রোগে আক্রান্ত হচ্ছে জনজাতি অংশের লোক৷

কৃষ্ণমণি পাড়ায় ডায়ারিয়ায় মৃত্যু হয়েছে এক জনের৷ তবে সব মিলিয়ে মুঙ্গিয়াকামি ৩৬ মাইল সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকটে দিশেহারা জনজাতি অংশের মানুষ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?