নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা এএফপিকে জানান, গুদুমবালির কাছে একটি বনে ওই হামলা হয়। এতে আরও ১৩ জন আহত হয়েছেন। সেনাবাহিনীর আরেকটি সূত্র বলছে, কুকাওয়া থেকে জঙ্গিবিরোধী অভিযানে গুদুমবালির দিকে সেনাবাহিনীর গাড়িটি যাচ্ছিল। গতকাল আইএনডব্লিউএপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। ২০১৬ সালে বোকো হারাম থেকে আলাদা হয় আইএসডব্লিউএপি। সেনাবাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় এই জঙ্গি দল।