আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী মিনিবাসে হামলা

অনলাইন ডেস্ক, ১৪ মার্চ।। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী মিনিবাসে হামলা চালিয়েছে একদল প্রতিবাদকারী।

বিবিসি জানায়, শনিবার দক্ষিণাঞ্চলীয় পাতাগোনিয়া অঞ্চলের চুবুত প্রদেশে দাবানলে ধ্বংস হয়ে যাওয়া এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তিনি।

দাবানলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হলেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন চুবুতে একটি উন্মুক্ত খনি প্রকল্প পরিকল্পনার প্রতিবাদ জানাতে।

স্থানীয় সংবাদপত্রে এ বিষয়ে বলা হয়, সোনা, রুপা ও ইউরেনিয়াম সমৃদ্ধ চুবুতে ফের বড় বড় প্রকল্পের অনুমোদন দেওয়ার সরকারি প্রস্তাবে ক্ষিপ্ত এ প্রতিবাদকারীরা।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন প্রতিবাদকারীরা, এর মাঝেই ফার্নান্দেজ বের হয়ে গাড়িতে উঠছেন।

জনতা এ সময় প্রেসিডেন্টের পিছু পিছু গাড়ির দিকে এগিয়ে যায়। মিনিবাসে লাথি, ঘুষি মারতে থাকে ও জানালায় পাথর ছোড়ে এবং গাড়িটি আটকানোর চেষ্টা করে। এতে কয়েকটি জানালা ভেঙে যায় বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি পাতাগোনিয়া অঞ্চলে শুরু হওয়া দাবানলে কমপক্ষে ২০০ বাড়ি পুড়ে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় বাসিন্দারা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।

দাবানলের কারণে স্থানীয় কয়েকটি ছোট শহরে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে এবং অন্যান্য এলাকায় বন্ধ রয়েছে পানি সরবরাহ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?