করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তে রবিবার ছাড়াল ১২ কোটির ঘর

অনলাইন ডেস্ক, ১৪ মার্চ।। বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। আক্রান্ত শনাক্তে রবিবার ছাড়াল ১২ কোটির ঘর।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এদিন দুপুর সাড়ে ১২টার দিকে জানায়, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ৮৩৬ জনে। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ কোটি ৫৭ হাজার ৬৩৩ জন। এ ছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩৫৬ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ হাজার ৬৬২ জন ও মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জনের ।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন ও প্রাণহানির সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ২১৬।

এর পরে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৪৮ জন ও মারা গেছে ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জন।

আক্রান্ত বিবেচনায় বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮০ হাজার ৫২৫ জন ও মৃত্যু হয়েছে ৯১ হাজার ৬৯৫ জনের।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৩ হাজার ৮২০ ও মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৪৬৪ জনের। তালিকায় এরপর রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?