স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১২ মার্চ।। অবৈধ বাণ্যিজ্যের টাকা পয়সার দেনা পাওনা নিয়ে হওয়া বাক বিতন্ডার শেষ পরিণাম হিসেবে শুক্রবার সকালে একটা খুনের ঘটনা ঘটেছে সোনামুড়া থানাধীন সীমান্তবর্তী বলেরঢেপা গ্রামে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ইব্রাহিম মিয়ার (২৮)৷
ছেলের অনাকাঙ্খিত মৃত্যুর কারণে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ করেছেন মৃত ইব্রাহিমের বাবা বসির মিয়া৷ পুলিশ সূত্রে জানা যায়, বাণিজ্যের টাকা পয়সা নিয়ে বাক্বিতন্ডার বহরটা এতটাই উত্তপ্ত ছিল যে ইমান হোসেনের দেওয়া ভোজালির আঘাতে ইব্রাহিমের পেট এফোঁড় ওফোঁড় হয়ে যায় এবং ঘটনাস্থলেই মৃতু্যু হয় তাঁর৷
তাই বাবা বসির মিঞা তার অভিযোগে ইমান হোসেন ছাড়াও আরো কয়েকজনের নামও জুড়ে দিয়েছেন৷ ঘটনা পরবর্তী সময়ে স্থানীয় মানুষ জনেরা গণধোলাই দেয় ইমান হোসেনকে৷ সে কারণে সে মেলাঘরস্থিত মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
তবে পুলিশ পাহাড়ায়৷ কারণ খুনটির প্রধান আসামী বলে কথা৷ পুলিশ এই ইমান হোসেনের বিরুদ্ধে মামলা নিয়েছে, খুন করার অপরাধে৷ খানিকটা সুস্থ হলেই ইমান হোসেনকে আদালতে হাজির করানো হবে৷ অভিযোগের বাকী আসামিরা গা ঢাকা দিয়েছে ইতিমধ্যেই৷