বাজার থেকে বাড়ি ফেরার পথে জনজাতি মহিলাকে গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১২ মার্চ।। বাজার থেকে বাড়ি ফেরার পথে জনজাতি মহিলাকে গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ৷ থানায় মামলা করা হয়৷ ধৃত অভিযুক্তকে জেল হাজতে পাঠিয়েছে আদালত৷

গত ৩ মার্চ উদয়পুর মহকুমার কিল্লা থানাধীন খুপিলং এলাকার মনতাজ মিঞা নামে এক লম্পট সদ্য বিবাহিতা জনজাতি গৃহবধূ বাজার থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় অল্টো গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে৷ অভিযোগ, লম্পট যুবক মনতাজ জনজাতি মহিলার বাড়িতে না নিয়ে এক অজ্ঞাত বাড়িতে নিয়ে যায়৷

সেখানেই নেশাজাতীয় কিছু খাইয়ে মহিলাকে ধর্ষণ করা হয়৷ সেই সময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করে রাখে বলে অভিযোগ৷ ধর্ষণ শেষে মহিলাকে বাড়ির সামনে ফেলে চলে যায় অভিযুক্ত লম্পট৷

লোকলজ্জার ভয়ে নির্যাতিতা গৃহবধূ এই ঘটনা কাউকে জানায়নি৷ যদিও অভিযুক্ত যুবক মোবাইল ফোনে নির্যাতিতাকে বারবার উত্যক্ত করে আসছিল৷ পুনরায় ধর্ষণ করতে না দিলে মোবাইলে তোলা ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়৷

একপ্রকার নিরূপায় হয়ে জনৈকা গৃহবধূ বৃহস্পতিবার কিল্লা থানার দ্বারস্থ হন৷ কিল্লা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা মামলা হাতে নিয়ে শুক্রবার ভোররাতে মনতাজ মিঞা-কে গ্রেপ্তার করে৷ কিল্লা থানায় মামলা নম্বর ০০৪/২০২১, ধারা ৩৪১/৩৬৬/বি/৩৭৬/৩৫৪/৫০৬ আইপিসি৷

পুলিশ তাকে শুক্রবার উদয়পুর জেলা আদালতে পাঠালে আদালত চৌদ্দদিনের জেল হাজতে পাঠায়৷ অভিযোগ মনতাজ আগে থেকেই বিভিন্ন ধরনের চুরি, অসামাজিক কাজ এবং অপকর্মের সাথে জড়িত ছিলো৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?