ফ্রি কিকের সময় মুখ ঘুরিয়ে নেন রোনালদো। এ সময় তার পায়ের নিচ দিয়ে বল চলে যায়। যা আর জুভেন্তাস গোলকিপার দেখতে পাননি। ফলে গোল হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটা ৩-২ এ জেতে জুভেন্তাস। কিন্তু প্রথম লেগে পোর্তো নিজেদের মাঠে জিতেছিল ২-১ গোলে। ফলে দুই লেগ মিলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। অ্যাওয়ে গোলের সুবাদে পরের পর্বে উঠে যায় পর্তুগিজ ক্লাবটি। জুভেন্তাসের সাবেক খেলোয়াড় আলেসিও তাচিনার্দির দাবি, ক্ষমা চাইতে হবে সিআর সেভেনকে। একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তাচিনার্দি বলছেন, ‘গত সপ্তাহে লাজিও ম্যাচে ওকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু পোর্তো ম্যাচে কী করল? ‘ফেদেরিকো চিয়েসা ম্যাচের পর টিভিতে কথা বলেছিল।
কিন্তু আমি আশা করেছিলাম রোনালদোরও তাই করবে। সমর্থকদের কাছে ওর ক্ষমা চাওয়া উচিত।’ পোর্তোর বিপক্ষে জুভেন্তাসের মনোভাব নিয়েও সমালোচনা করেছেন তাচিনার্দি, ‘আমি মোটেও আশা করিনি জুভেন্তাস এমন খেলবে। বিশেষ করে প্রথমার্ধ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য অন্যভাবে প্রস্তুত হওয়ার উচিত ছিল… তাদের পিষ্ট করার সুযোগ ছিল, প্রথমার্ধে তারা তেমন খেলেছে… কিন্তু আপনি এভাবে সুযোগ হাতছাড়া করতে পারেন না।’