রাজনগর হামলার ঘটনার চব্বিশ ঘণ্টা পরও টানটান উত্তেজনা

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১২ মার্চ।। দক্ষিণ জেলার বিলোনিয়ার রাজনগরে সিপিএমের সভায় হামলা ও পার্টি অফিসে অগ্ণিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে৷ ঘটনার পর তিনটি পৃথক পৃথক মামলা গৃহীত হয়েছে পুরাতন রাজবাড়ি থানায়৷

সিপিএমের পক্ষ থেকে বৃহস্পতিবারই বিজেপির পাঁচ জনের নামধাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়৷ বিজেপি পাল্টা মামলা করেছে ১৪ জন সিপিএম কর্মীর বিরুদ্ধে৷ এদিকে পুলিশ ১০৩ জনের বিরুদ্ধে পুলিশি কাজে বাধা দানের অভিযোগ এনে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে৷ তবে, কোনক্ষেত্রেই পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহকুমা পুলিশ আধিকারিক সোম্য গুপ্ত এলাকায় অবস্থান করছেন৷ এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ সিপিআইএম বিধায়ক সুধন দাস শুক্রবার জানান, পুলিশের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই৷

বৃহস্পতিবার হামলার ঘটনায় আহত দলীয় কর্মীদের মধ্যে ভানু বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক৷ শুক্রবার গোমতী জেলা হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়৷ চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যে নিয়ে যাবার পরামর্শ দিয়েছেন৷

রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিধায়ক সুধন দাস দাবি জানিয়েছেন৷ এদিকে, বিজেপি’র দক্ষিণ জেলা সভাপতি তথা সাব্রুমের বিধায়ক শংকর রায়ের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি৷

রাজনগর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে পুলিশি টহল বাড়ানো হলেও রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি ফের যে কোন সময় মাথাচাড়া দিয়ে উঠার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?