মিয়ানমারে ফের ধর্মঘট-জোরালো বিক্ষোভের ডাক

অনলাইন ডেস্ক, ১২ মার্চ।। নিরাপত্তারক্ষীদের হাতে নতুন করে ১২ জন নিহত হওয়ার ঘটনায় শুক্রবার আরও জোরদার বিক্ষোভ ও ধর্মঘটের ডাক দিয়েছেন মিয়ানমারের গণতন্ত্রকামীরা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গণতন্ত্রপন্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে আজকের বিক্ষোভ, ধর্মঘট ও সেনাবিরোধী অসহযোগ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে নিহত বিক্ষোভকারী চিত মিন থু’র স্ত্রী আয়ে মিয়াত থু বলেছেন, ‘আমার স্বামী মনে করতেন গণতন্ত্রের জন্য মৃত্যু মহান। যারা এখনো বিক্ষোভে অংশ নিচ্ছেন না তাদের নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। তারা আন্দোলনে যোগ না দিলে দেশে গণতন্ত্র আসবে না।’

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বৃহস্পতিবার ছিল আরেকটি রক্তক্ষয়ী দিন। এদিন নিহতদের আটজনই ছিলেন দেশটির মধ্যাঞ্চলীয় মিয়াইং শহরের। অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৭০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দুই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। এদিকে আটক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে সেনা শাসকদের নতুন করে আনা ঘুষের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার আইনজীবী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?