’ সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, বার্সার নতুন সভাপতি হোয়ান লাপোর্তা আগুয়েরোর ভীষণ ভক্ত। তিনি আগুয়েরোর এজেন্ট হার্নান রেগুয়েরার সঙ্গে কিছুদিন আলোচনা চালিয়ে যাচ্ছেন। স্পেনের আরও কিছু সংবাদমাধ্যম গুঞ্জনের আগুনে ঢেলেছে ঘি। তারা জানায়, ইতিমধ্যে লাপোর্তার সঙ্গে সমঝোতা পৌঁছেছেন আগুয়েরো, দিয়েছেন মৌখিক সম্মতি। সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলেই পা রাখবেন ন্যু ক্যাম্পে! গত মৌসুমে বার্সেলোনার মূল স্ট্রাইকার ছিলেন লুইস সুয়ারেজ।
কোচ রোনাল্ড কোমানের পরিকল্পনায় খাপ না খাওয়ায় তিনি এখন ঠিকানা বদলে অ্যাতলেতিকো মাদ্রিদে। সেখানে গোলের পর গোল করে যাচ্ছেন উরুগুইয়ান এই তারকা। সুয়ারেজের শূন্যস্থান পূরণের জন্য উপযুক্ত কাউকে এখনো খুঁজে বের করতে পারেনি বার্সা। চলতি মৌসুমে তাদের নয় নম্বর জার্সি উঠেছে মার্টিন ব্র্যাথওয়েটের গায়ে। অথচ মূল একাদশে ডেনমার্কের এই ফুটবলারের জায়গা পাকা নয়। বার্সা এখন এই অভাব পূরণের জন্য দিশেহারা।