রাজ্য সরকার কোন ফিডার পোস্ট বা সরকারি নিয়মিত পদকে আউটসোর্সিং করেনি : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মার্চ।। রাজ্য সরকার কোন ফিডার পোস্ট বা সরকারি নিয়মিত পদকে আউটসোর্সিং করেনি৷ আপদকালীন পরিস্থিতি বিবেচনা করে জরুরী ভিত্তিতে লোক নিয়োগের স্বার্থে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আজ সচিবালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানান৷

রাজ্য সরকারের কর্মবিনিয়োগ পরিষেবা ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের গত ২৬শে ফেবয়ারি, ২০২১ তারিখের তালিকাভুক্ত আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে লোক নিয়োগ সম্পর্কিত মেমোরেণ্ডাম নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার আজ এক সাংবাদিক সম্মেলনে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন সেই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন৷

যা প্রকৃত সত্যের উপর ভিত্তি করে তিনি বলেন নি৷
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয় প্রকল্পে কাজ করার জন্য জরুরী ভিত্তিতে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া যাবে৷ এতে সাধারণ নিয়োগের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবেনা৷

দপ্তরের পক্ষ থেকে এজেন্সির তালিকাভুক্তির জন্য টেণ্ডার ইসু্যু করা হয়েছিল৷ আউটসোর্সিং এর মাধ্যমে আপদকালীন ব্যবস্থায় প্রয়োজন অনুসারে দপ্তরগুলিতে লোক নিয়োগ করা হবে যতক্ষণ পর্যন্ত নিয়মিত শূন্যপদ পূরণ না হয়৷ অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া কোন প্রকার আউটসোর্সিং এ নিয়োগ করা হবেনা৷ তিনি জানান, ২০১১ সাল থেকেই এই আউটসোর্সিং প্রক্রিয়া রাজ্যে চালু রয়েছে৷

তিনি আরও জানান, বিভিন্ন প্রকল্পের আওতায় সাফাইকর্মী, ঝাড়দার, নিরাপত্তাকর্মী ইত্যাদি নন টেকনিক্যাল পদে যদি কোনও দপ্তর আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ করতে ইচ্ছক থাকে তাহলে কর্মবিনিয়োগ পরিষেবা ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমে তা করা যেতে পারে৷ সংশ্লিষ্ট দপ্তর সমস্ত নিয়মনীতি অনুসরণ করে নিযুক্তির জন্য এই শ্রেণীর পদে চিহ্ণিত করতে পারবে৷

https://www.facebook.com/ratanlalnathmnp/videos/147433860498264/

উল্লেখ্য, তিনি জানান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি চালানোর জন্য এখন পর্যন্ত নিয়মিত, স্থির বেতন, আউটসোর্সিং এবং ডাই ইন হারনেস মিলিয়ে সর্বমোট ৭ হাজার ৫৫১ জনকে নিয়োগ করা হয়েছে৷ রাজ্যে ৫,০৩৯টি ক্ষুদ্র শিল্প স্থাপন হয়েছে৷ এই শিল্প সংস্থাগুলিতে ৬৪৪ কোটি টাকা বিনিয়োগ হয়েছে৷

এতে কর্মসংস্থান হয়েছে ৩০,১৬৬ জনের৷ সরকারের তিন বছর মেয়াদে ৪২ হাজার ২৩ জনকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এতে কর্মসংস্থান হয়েছে ৭ হাজার৷ তাছাড়াও অনেকেই স্বরোজগারী হয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?