ফ্রেঞ্চ দৈনিক লে প্যারিসিয়েনের খবর, রোনালদো পিএসজির জন্য খুব ভালো বিকল্প হতে পারে। রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস ও পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান বলেও জানাচ্ছে সংবাদমাধ্যমটি। লে প্যারিসিয়েন এও বলছে, কাতার মালিকানাধীন ক্লাবটি রোনালদোর বর্তমান বার্ষিক বেতন ৩১ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি। এই কয়েক মাস আগেও মেসিকে পেতে বেশ ব্যাকুল দেখাচ্ছিল পিএসজিকে।
দলটির কর্মকর্তা থেকে শুরু করে কোচ-খেলোয়াড়রাও এ নিয়ে মন্তব্য করছিলেন। এ মৌসুমেই বার্সার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। গত মৌসুমে কাতালান ক্লাবটি ছাড়তে চেয়েও পারেননি। এবার আর মেসি ক্লাবটিতে থাকবেন না বলে মনে করছিলেন অনেকে। তবে ক্লাবটির সভাপতি পদ থেকে সরে গেছেন জোসেপ মারিয়া বার্তেমেউ। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গেও মেসি মানিয়ে নিয়েছেন বলে দলটির খেলায় ফুটে উঠছে। সবমিলে এখন দৃশ্যপট বদলের আভাস পাওয়া যাচ্ছে।