স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মার্চ।। আউটসোর্সিং এর মাধ্যমে সরকারি দপ্তরে লোক নিয়োগের সার্কুলার প্রত্যাহার করে নিতে রাজ্য সরকারকে পরামর্শ দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। আগুন নিয়ে খেলা করলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে বলেও তিনি হুংকার দিয়েছেন।
রাজ্য সরকার গত ২৬ শে ফেব্রুয়ারি সরকারি দপ্তরে সাতটি ক্যাটাগরিতে আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগের সার্কুলার জারি করেছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার।শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিরোধী দলের নেতা বলেন, ইতিপূর্বে সরকার এ ধরনের কাল সার্কুলার জারি করেনি।
সার্কুলার যাদের মধ্য দিয়ে সরকার সাতটি ক্যাটাগরিতে লোক নিয়োগের জন্য পাঁচটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এক হাজার লোক নিয়োগের জন্য বলা হয়েছে। এ ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে গেজেটেড অফিসার পর্যন্ত নিযুক্তির কথা বলা হয়েছে। রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক বলে তিনি উল্লেখ করেন।
এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে রাজ্য সরকার রাজ্যের কর্মক্ষম যুবক-যুবতীদের ভাগ্য অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন। তাতে ভবিষ্যৎ প্রজন্ম অসহায় পরিস্থিতির সম্মুখীন হবে। মানিক সরকার বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ৫০ হাজার বেকারদের চাকরীর ব্যবস্থা করা হবে এবং প্রতিটি ঘরে ঘরে চাকুরীর সুযোগ দেওয়া হবে।
প্রতিশ্রুতি পূরণের বদলে রাজ্য সরকার চাকুরীর দরজা বন্ধ করে দিতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের সিদ্ধান্ত ঘোষণা করার মধ্য দিয়ে রাজ্য সরকার বেকারদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা।
রাজ্য সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সরকারি চাকরিতে নিযুক্তির ক্ষেত্রে নিজেদের কোনো দায়িত্ব রাখতে চাইছে না বলেও তিনি মনে করেন।বেসরকারি সংস্থা গুলির মাধ্যমে চুক্তির ভিত্তিতে নিয়োগ করে রাজ্য সরকার পরবর্তীকালে যেকোনো সময় তাদেরকে চাকরি থেকে বিতরণ করে দিতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।
https://www.facebook.com/cpimtripuraofficialpage/videos/720493251972633/
নিযুক্তি পত্র কে দেবে, প্রভিডেন্ট ফান্ড গ্রেচুয়েটি থাকবে কিনা, চাকরি কতদিন টিকে থাকবে এসব বিষয়ে কোনো আশ্বাস নেই।এ ধরনের অনৈতিক সার্কুলার প্রত্যাহার করে না নিলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুংকার দিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার।
রাজ্যের বেকার যুবক-যুবতী সহ সকল অংশের মানুষ সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে সামিল হবেন বলেও উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। সরকারের এ ধরনের সিদ্ধান্ত কোন অংশের মানুষ মেনে নেবেন না। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তীও উপস্থিত ছিলেন।