অনলাইন ডেস্ক, ১৩ মার্চ।। আহমেদাবাদে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে হতাশার হারের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এই ধরনের পিচে কী করতে হবে সে বিষয়ে ভালো ধারণা ছিল না তাদের। শুক্রবার ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ১২৫ রানের লক্ষ্যে সফরকারীরা পৌঁছে গেছে ২৭ বল বাকি রেখেই।
কোহলি ম্যাচ শেষে বলেন, ‘এই ধরনের পিচে ঠিক কী করতে হবে সে বিষয়ে আমাদের যথেষ্ট ধারণা ছিল না।’ কোহলি নিজেদের ভুল মেনে নিয়ে বলেন, ‘আপনাকে ত্রুটি মানতেই হবে। পরিকল্পনা পরিষ্কার রেখে সামনের ম্যাচে ফিরতে হবে। ’
স্বাগতিকদের ১৩০ রানের নিচে আটকে রাখার পেছনে বড় অবদান আর্চারের। ডানহাতি এই পেসার ২৩ রানে নেন ৩ উইকেট। আদিল রশিদের প্রাপ্তি বিরাট কোহলির উইকেট। ভারত অধিনায়ককে শূন্য রানে ফেরান ইংলিশ লেগ স্পিনার। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১ উইকেট নেন উড।
রান তাড়ায় দলের জয়ের ভিত গড়ে দেন জেসন রয় ও জস বাটলার। দুইজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ইংল্যান্ড পায় ৭২ রান। বাটলার করেন ২৮ রান, রয় আউট হন ৪৯ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দলের খাতায় ৩ রান যোগ হতেই তারা হারিয়ে ফেলে লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে।
মন্থর শুরু করা শিখর ধাওয়ানকে বোল্ড করে দেন উড। প্রথম ৬ ওভারে ভারত তোলে ৩ উইকেট হারিয়ে ২২ রান। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটা তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।
এই অবস্থা থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি তাদের।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১২৪/৭ (ধাওয়ান ৪, রাহুল ১, কোহলি ০, পান্ত ২১, আইয়ার ৬৭, হার্দিক ১৯, শার্দুল ০, সুন্দর ৩*, আকসার ৭*; রশিদ ৩-০-১৪-১, আর্চার ৪-১-২৩-৩, উড ৪-০-২০-১, জর্দান ৪-০-২৭-১, স্টোকস ৩-০-২৫-১, কারান ২-০-১৫-০)।
ইংল্যান্ড: ১৫.৩ ওভারে ১৩০/২ (রয় ৪৯, বাটলার ২৮, মালান ২৪*, বেয়ারস্টো ২৬*; আকসার ৩-০-২৪-০, ভুবনেশ্বর ২-০-১৫-০, চেহেল ৪-০-৪৪-১, শার্দুল ২-০-১৬-০, পান্ডিয়া ২-০-১৩-০, সুন্দর ২.৩-০-১৮-১)।
ফল: ইংল্যান্ড ৮ উইকেট জয়ী।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ তে এগিয়ে।