স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মার্চ।। গৃহবধূ হত্যা মামলায় পশ্চিম ত্রিপুরা জেলার ফাস্ট ট্র্যাক কোর্ট (নং ৫) শুক্রবার অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করেছে৷ তার নাম রতন দাস৷ সোমবার শাস্তি ঘোষণা করবেন মাননীয় বিচারক ধীমান দেববর্মা৷
এই মামলায় অভিযুক্ত অপর তিনজনকে উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ জুন বাধারঘাট মাতৃপল্লী এলাকার গৃহবধূ সুপ্রিয়া বিশ্বাস অগ্ণিদগ্দ হন৷ ৯ মাসের শিশু সন্তানও অগ্ণিদগ্দ হয়েছিল৷ পরদিনই মা ও শিশুর মৃত্যু হয়৷
মৃতার বাবার বাড়ি থেকে আগরতলা পশ্চিম মহিলা থানায় অভিযোগ করা হয়েছিল পণের দায়ে গৃহবধূ সুপ্রিয়া বিশ্বাসকে তার স্বামী রতন দাস এবং শ্বশুর, শাশুড়ি ও দেবর ক্রমাগত নির্যাতন চালাত৷ তাকে অগ্ণিদগ্দ করে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়৷ মহিলা থানার পুলিশ এব্যাপারে মামলা গ্রহণ করে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (এ), ৩০৪ (বি) এবং ৩০৬ আইপিসিতে৷
তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ৷ ১৩ জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়৷ শুক্রবার ফাস্টট্রেক আদালত এই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে৷ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অরবিন্দ দেব এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।