বিশেষ করে যেসব এলাকায় এক লাখের মধ্যে ২৫০ জন বা তারও বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে, সেসব এলাকায় লকডাউন সবচেয়ে কড়াভাবে আরোপ করা হয়েছে। বেলারুশে কয়েকজনের দেহে পাওয়া গেছে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনাভাইরাস। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ধরনের ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই পোল্যান্ড, ইউক্রেন অথবা মিশর থেকে বেলারুশে প্রবেশ করেছেন।
উইলার এমন পরিস্থিতে বলছেন, ‘ইউরোপে আমাদের চিন্তিত হওয়া উচিত। জার্মানির কথা বললে, আমরা তৃতীয় ঢেউয়ের শুরুতে রয়েছি।’ পাশাপাশি তিনি এটাও বলছেন, ‘ভ্যাকসিন কার্যক্রম ইতিমধ্যে শুরু হওয়াটা ভালো লক্ষণ। ৮০ বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে এর প্রভাব দেখতে পাচ্ছি। তাদের সংক্রমণের হার ভীষণভাবে কমছে।’