এই ধরনের দৃশ্য শিশু নির্যাতন এবং শোষণ ত্বরান্বিত করতে পারে বলেও মনে করছে তারা। এই সিরিজটির মাধ্যমে নাবালকদের যৌনাচার এবং মাদকসেবনকে স্বাভাবিক হিসেবে দেখানো হচ্ছে। এই অভিযোগের ওপর ভিত্তি করেই নেটফ্লিক্সের বিরুদ্ধে পদক্ষেপ করেছে কমিশন। নোটিশে কমিশন লিখেছে, শিশুদের নিয়ে বা শিশুদের জন্য কোনো কনটেন্ট দেখানোর সময় নেটফ্লিক্সের সতর্ক হওয়া উচিত অথবা এ ধরনের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়াই তাদের পক্ষে ভালো।
মুম্বাই শহরের সমাজের নানা শ্রেণি থেকে ওঠে আসা নারীদের জীবনের গল্প বলা হয়েছে ‘বম্বে বেগমস’ সিরিজে। যার মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে পূজা ভাট, শাহানা গোস্বামীর মতো অভিনেত্রীদের। পরিচালনায় রয়েছেন অলঙ্কৃতা শ্রীবাস্তব।সাম্প্রতিক সময়ে ভারতে একের পর এক ওয়েব সিরিজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যার অনেকগুলো রাজনৈতিক শিবিরেও ঝড় তুলেছে।