স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ের পর এই যুগলের একটি বিশেষ মুহূর্ত নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। ট্রফি জয়ের পর একটি রেডিওকে সাক্ষাৎকার দিচ্ছিলেন স্পেন অধিনায়ক ক্যাসিয়াস। একপর্যায়ে সাক্ষাৎকার গ্রহীতা নারী সাংবাদিকের ঠোঁটে চুমু এঁকে দেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক। নারী সাংবাদিকটি আর কেউ নন- সারা কারবোনেরো। দীর্ঘ প্রেম পর্ব ও বিয়ের পর দাম্পত্য জীবন; ক্যাসিয়াস-কারবোনো একে অপরের সঙ্গে ছিলেন। কিছুদিন আগেও দুজনই শারীরিকভাবে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখনো একে অপরের পাশে ছিলেন দুজন। ২০১৯ সালে পোর্তোর হয়ে অনুশীলন করতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন ক্যাসিয়াস। তখন স্ত্রী কারবোনেরো তার পাশে ছিলেন।
এর কিছুদিন পরই কারবোনেরোর ক্যানসারের খবর আসে। জরায়ুর ক্যানসারের সঙ্গে লড়ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছিলেন কারবোনেরো। হাসপাতালে তখন তার পাশে ছিলেন ক্যাসিয়াস। কিন্তু দুজনের প্রেমের রেশটা বুঝি আর আগের মতো নেই! তাই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত। ক্যাসিয়াস ও কারবোনেরো দুজনই ইনস্টাগ্রামে একই ছবি ও একই বার্তা পোস্ট করেছেন, ‘দম্পতি হিসেবে আজ আমাদের ভালোবাসাটা ভিন্ন, কিন্তু দূরের পথ নয়। দায়িত্বশীল অভিভাবক হিসেবে আমরা আমাদের কাজ একসঙ্গে চালিয়ে যাব, এখন পর্যন্ত যেমন আছে।’ তারা আরো লিখেছেন, ‘সিদ্ধান্তটা কঠিন ছিল এবং দুজনের সম্মতিতেই এটা হয়েছে। শ্রদ্ধা, স্নেহ এবং বন্ধুত্ব সব সময় থাকবে। আমাদের অগ্রাধিকার হলো বাচ্চাদের সুস্থতা এবং সুরক্ষা, যাতে তারা একটি স্থিতিশীল এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে।’ এই জুটি তাদের গোপনীয়তার প্রতি সম্মান জানানো হয়েছে বলে ধন্যবাদ জানিয়ে বিবৃতি শেষ করেছেন।