ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক ব্র্যাথওয়েট

অনলাইন ডেস্ক, ১২ মার্চ।। জেসন হোল্ডারকে সরিয়ে টেস্টে ক্রেইগ ব্র্যাথওয়েটকে অধিনায়ক করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার ক্যারিবিয়ানদের টেস্ট দলনেতা হিসেবে ডানহাতি ওপেনার ব্র্যাথওয়েটের নাম ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে তার নতুন পথচলা। গত ফেব্রুয়ারিতে সবশেষ সিরিজে ব্র্যাথওয়েটের নেতৃত্বে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারায় উইন্ডিজ।

ব্র্যাথওয়েটকে নির্বাচিত করার বিষয়ে দলটির প্রধান নির্বাচক রজার হার্পার বলেছেন, ‘আমরা সবাই বিশ্বাস করি যে, এই মুহূর্তে ক্রেইগই আমাদের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি। আমি অত্যন্ত খুশি সে এই পদটি গ্রহণ করেছে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ক্রেইগ দলকে ভালো ক্রিকেট খেলতে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে।’ ২০১৫ সালে দীনেশ রামদিনের কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন হোল্ডার।

এই সংস্করণের আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকলেও দলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি তিনি। তার নেতৃত্বে ৩৭ ম্যাচ খেলে ২১টিতেই হেরেছে ক্যারিবিয়ানরা। জিতেছে মাত্র ১১টিতে, ড্র করেছে বাকি পাঁচটি।হোল্ডারকে ধন্যবাদ জানিয়ে বোর্ডটির ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘আমাদের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালনকালে এই অঞ্চলে এই খেলাটির জন্য যা যা সে করেছে, সেজন্য আমি জেসনকে সিডাব্লিউআইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?