স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মার্চ।। রাজধানী আগরতলা শহর সংলগ্ণ কলেজটিলা এলাকায় বৃহস্পতিবার রাতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে হামলা, লুটপাটের ঘটনা মামলা গ্রহণ করলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷
ঘটনায় জড়িতদের সম্পর্কে সঠিক কোনো তথ্যও উদ্ধার করতে পারেনি পুলিশ৷ অবসরপ্রাপ্ত শিক্ষিকা ভারতীয় রায়ের (৭২) একাকীত্বের সুযোগকে কাজে লাগিয়েই বৃহস্পতিবার রাতে এই ঘটনা সংগঠিত করেছে দুর্বৃত্তরা৷
এর পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে, কেনই বা দুর্বৃত্তরা বৃদ্ধার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর আদায় করে নিয়ে গেছে তা নিয়েও কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার আসল রহস্য উদ্ঘাটন ও অভিযুক্তদের খোঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷