অন্যদিকে ইরাকে দেখা যায় হলুদ টি-শার্টের সঙ্গে কালো হট প্যান্টে। জুনায়েদকে দেখা যায় সাদামাটা নীল রঙের শার্টের সঙ্গে প্যান্ট পরে। কভিড আবহে সব রকম বিধি মেনে মুখে মাস্ক পরে রেস্তোরাঁয় যান তারা। আমিরের সঙ্গে মেয়ে ইরাকে প্রায়ই মুম্বাইতে একসঙ্গে দেখা যায়। তবে ছেলে জুনায়েদের সঙ্গে আমিরকে খুব কমই একসঙ্গে নজরে আসে। সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট হতেই নেটিজেনরা নানা মন্তব্য করেন। কেউ লেখেন, ‘দারুণ… ধন্যবাদ… খুব কমই তাদের একসঙ্গে দেখা যায়’। আবার কেউ লিখেছে, ‘আমি তো প্রথমবার দেখলাম’।
আমিরের প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তর ঘরের সন্তান জুনায়েদ ও ইরা। বর্তমানে পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ আমির। তাদের নয় বছরের একটি ছেলে রয়েছে, নাম আজাদ। শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন জুনায়েদ। ফেব্রুয়ারিতে ‘মহারাজ’ ছবির শুটিং শুরু করেছেন এই তারকা পুত্র। ব্রিটিশ শাসিত পরাধীন ভারতের প্রেক্ষাপটে ছবির গল্প। উনিশ শতকের গুজরাতি সাংবাদিক কারসানদাস মুলজিকে ঘিরে তৈরি জুনায়েদের চরিত্র।