পুরুষদের তুলনায় নারীই গলব্লাডারের সমস্যায় বেশি আক্রান্ত হন

অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। আমাদের লিভারের পাশেই রয়েছে গলব্লাডার বা পিত্তথলি। পিত্তথলি থেকে নিঃসৃত পিত্তরস খাবার হজমে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে, বিলিরুবিনের আধিক্য দেখা দিলে বা পিত্তরস জমে গিয়ে পিত্তথলিতে পাথর সৃষ্টি করতে পারে।

পুরুষদের তুলনায় নারীই গলব্লাডারের সমস্যায় বেশি আক্রান্ত হন। সাধারণত পেটের ওপরের অংশে ডান দিকে তীব্র ব্যথা হওয়া, জ্বর বা একাধিকবার বমি হলেই এগুলিকে গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ হিসাবে মনে করা হয়।

আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার প্রাথমিক লক্ষণ স্পম্পর্কে-
১) পেটের ওপরের অংশে ডান দিকে তীব্র ব্যথা হওয়া এবং ওই ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়া।২) কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।৩) জ্বরের সঙ্গে বমি বমি ভাব বা বমিও হতে পারে।৪) চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার বা মাংস খেলেই পেটে ব্যথা হওয়া।৫) জ্বরের সঙ্গে জন্ডিসের লক্ষণও প্রকাশ পেতে পারে। এ সকল লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যান। এই উপসর্গগুলিকে একদমই অবহেলা করবেন না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?