ইউনাইটেড ফ্রেন্ডসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ মার্চ। বৃহস্পতিবার পোস্ট অফিস চৌমুহনিস্থিত ইউনাইটেড ফ্রেন্ডসের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক আশিষ কুমার সাহা, ইউনাইটেড ফ্রেন্ডসের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে৷

বিধায়ক আশিষ কুমার সাহা বক্তব্য রেখেন, এ ধরনের রক্তদান শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ ইউনাইটেড ফ্রেন্ডস মানবিক দৃষ্টিভঙ্গিতে যে রক্তদান শিবির করছে তা সত্যিই প্রশংসনীয়৷ সংস্থার এ ধরনের ভূমিকার ফলে সংস্থাটি গোটা দেশে সমাদৃত বলে জানান তিনি৷

তিনি বলেন সংস্থা রাজ্যের ক্রীড়া পরিকাঠামো আরও বেশি শক্তিশালী করতে কাজ করে চলেছে৷ একইভাবে রক্তের সংকট মেটাতে দায়িত্ব পালন করে চলেছে৷ রাজ্যে রক্তদান শিবির দেশে এক বিশেষ স্থান দখল করে আছে৷ উৎসবের মেজাজে মানুষ রক্তদান করছে৷

আগামী দিনেও যাতে মানুষ রক্তদান শিবিরে এগিয়ে আসে এবং রক্তস্বল্পতা মেটাতে সহযোগিতা করে তার জন্য আহবান জানান বিধায়ক শ্রী সাহা৷ সংস্থার সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বক্তব্য রেখে বলেন, রক্তের কোন বিকল্প নেই৷

অর্থ ব্যয় করে রক্তের বিকল্প তৈরি করার চেষ্টা করা হলেও বিশেষজ্ঞরা রক্তের বিকল্প আনতে পারে নি৷ ২০১৭-১৮ সালে রক্তের ঘাটতি দেখা দিয়েছিল৷ সেই ঘাটতি এখনো কাটিয়ে উঠতে পারেনি রাজ্য৷ সেই রক্তস্বল্পতা একদিনে মেটানো সম্ভব নয়৷

রাজ্যের মানুষকে অধিক ভাবে রক্তদান শিবিরে এগিয়ে আসতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি৷ এদিন শিবিরের রক্তদাতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?