এডিসিতে ভোটের দিন পরিবর্তিত, ভোটগ্রহণ ৬ এপ্রিল, গণনা হবে ১০ই

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মার্চ।। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনের তারিখ ও ভোট গণনার দিন পরিবর্তিত হয়েছে৷ পরিবর্তিত সূচি অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ৬ই এপ্রিল ২০২১ মঙ্গলবার৷ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷ ভোট গণনা হবে আগামী ১০ই এপ্রিল, ২০২১ শনিবার সকাল ৮টা থেকে৷

নির্বাচন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৬ই এপ্রিল, ২০২১ শুক্রবার৷ ইলেকশন কমিশনার ফর ডিস্ট্রিক্ট কাউন্সিলের সচিব পি ভ-াচার্য এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবর্তিত তারিখ সমূহ জানান৷ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২রা মার্চের (২০২১) ঘোষণা অনুসারে আগামী ৪ঠা এপ্রিল ভোটগ্রহণের জন্য নির্ধারিত হয়েছিল৷

কিন্তু বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের কাছ থেকে নির্বাচন পিছিয়ে দিতে কমিশনের কাছে অনুরোধ জানানো হয়৷ ৪ঠা এপ্রিল,২০২১ ’ইস্টার সানডে’ হওয়ায় ভোটারদের ক্ষেত্রে অসুুবিধা সৃষ্টি হতে পারে এবং বৃহত্তর অংশের জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই প্রেক্ষিত বিবেচনা করে কমিশন ভোটগ্রহণ এবং ভোট গণনার দিন পরিবর্তন করে৷

উল্লেখ করা যেতে পারে পূর্বে ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল ৪ এপ্রিল, ২০২১ এবং ভোট গণনার দিন ছিল ৮ এপ্রিল, ২০২১৷ ১৩ই এপ্রিল ২০২১ এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার ঘোষণা করা হয়েছিল৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?