স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ মার্চ।। নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলো এয়ারপোর্ট থানার পুলিশ৷
বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংগড়ের নতুনপল্লি এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ৷ এদিন এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে এই অভিযান চলে৷
প্রায় ৮ হাজার নেশার টেবলেট, ব্রাউন সুগার এবং শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ নতুনপল্লি এলাকার উত্তম লাল করের বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ৷
পুলিশ উত্তম লাল করকে গ্রেপ্তার করেছে৷ উত্তম দীর্ঘদিন ধরেই নেশা কারবারের সাথে জড়িত বলে অভিযোগ৷