রোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণার এক বছর পূর্তির দিনে বাইডেন বলেন, ‘যদি আমরা সবাই একসঙ্গে এটা করি, তাহলে ৪ জুলাই আপনি আপনার পরিবার নিয়ে স্বাধীনতা দিবস পালন করতে পারবেন।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের স্বাধীনতা দিবস পালন করবে না, ভাইরাসমুক্ত দিবসও পালন করবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আগামী ৪ জুলাই। ১৭৭৬ সালের এদিনে স্বাধীনতার ঘোষণা দেয় দেশটি। একটি সার্বভৌম যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অব আমেরিকার জন্ম হয়েছিল এদিনে। দিনটি আমেরিকার নাগরিকেরা মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপন করে থাকেন।
এরই মধ্যে সেখানে ৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ নতুন রোগটিতে মারা গেছেন। আক্রান্ত প্রায় ৩ কোটি। গত বছরের এসময় যুক্তরাষ্ট্রের সব বড় খেলা বাতিল করা হয়, অভিনেতা টম হ্যাঙ্কসসহ অনেক বিশিষ্ট ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়। এরপর ট্রাম্প প্রশাসন ইউরোপের সঙ্গে সব ধরনের যোগাযোগ স্থগিত করে। চলাফেরার ওপর আরোপ করা হয় কঠিন নিষেধাজ্ঞা।