রাজনগরে সিপিএমের গণঅবস্থানে হামলা, আহত চার, পার্টি অফিসে আগুন

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১১ মার্চ।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার রাজনগরে বৃহস্পতিবার বিরোধী দল সিপিএমের সভায় হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন৷ রাজনগর অঞ্চল কমিটির অফিসে অগ্ণিসংযোগও করা হয়েছে৷

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে৷ এব্যাপারে মামলা পাল্টা মামলা দায়ের হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজনগর বাজার সহ পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, সিপিআইএমের পক্ষ থেকে পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিয়ে রাজনগর বাজারে বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত এক সভার আয়োজন করা হয়৷

সভা চলাকালে বিধায়ক সুধন দাস যখন বক্তব্য রাখছিলেন তখনই বিজেপি’র একটি মিছিল সভাস্থলের পাশ দিয়ে আসছিল৷ মিছিল থেকেই সিপিএমের সভায় ইট, পাটকেল ও কাচের বোতল দিয়ে ঢিল ছোঁড়া হয়৷ তাতে ৫ জন সিপিএম কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক সুধন দাস৷

https://www.facebook.com/684314445062298/videos/269181644820828/

তিনি জানান, সভা যখন প্রায় শেষের পথে ঠিক সেই সময়েই এই হামলার ঘটনা সংগঠিত করা হয়েছে৷ পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া সত্ত্বেও একই সময়ে বিজেপি কিভাবে মিছিল নিয়ে বের হল সেই প্রশ্ণ তুলেছেন বিধায়ক সুধন দাস৷

এ ধরনের ঘটনাকে বিরোধী দলের রাজনৈতিক অধিকার হরণের গভীর ষড়যন্ত্র বলেও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ এ ধরনের দমনপীড়ন চালিয়ে বিরোধী দলকে স্তব্ধ করা যাবে না বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?